বাসে তুমুল ঝগড়া হচ্ছে। কেউ কারো চাইতে কম না।
প্রথম জন : মুখ সামলে কথা বলুন। না হলে বত্রিশ পাটি দাঁত এক চড়ে খুলে ফেলবো।
দ্বিতীয় জন : এক চড়ে আপনার চৌষট্টি পাটি দাঁত খুলে পকেটে পুরে দেবো।
এমসময় অল্পবয়সী এক ছেলে এসব কথা শুনে দ্বিতীয় জনকে বললো- দাঁতই তো মোটে বত্রিশ পাটি, চৌষট্টি পাটি আপনি খুলবেন কী করে?
দ্বিতীয় জন : আমি জানতাম আপনি আমাদের কথার মাঝখানে নাক গলাবেন। তাই আপনার দাঁতের পাটি হিসাব করেই কথাটা বলেছি।
- 11Shares
11