সাবের ঘরে ঢুকেই দেখলো তার স্ত্রী বিজয়ের সঙ্গে শুয়ে আছে। সে বিজয়কে বললো, বাস্টার্ড সাহস থাকে তো আয় দুটো পিস্তল নিয়ে ডুয়েল লড়ি। যে জিতবে অর্পা তার হবে। বলে বিজয়কে নিয়ে পাশের ঘরে চলে গেলো।
পাশের রুমে ডুয়েল লড়তে যাবার আগে বিজয় বললো- সাবের, কেন শুধুশুধু আমাদের মধ্যে একজন মরবে? তার চেয়ে বরং আমরা দু’জনই মরার ভান করে শুয়ে থাকি। তোর স্ত্রী যাকে ধরে কাঁদবে সে তারই হবে।
বিজয়ের প্রস্তাব পছন্দ হলো সাবেরের। এরপর দু’জন মটকা মেরে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দুটো গুলির আওয়াজ হলো।
সাবেরের স্ত্রী অর্পা রুমে ঢুকে দেখলো দু’জনই মরে পড়ে আছে। সে খাটের তলা থেকে তার আরেক প্রেমিক প্রান্তকে ডাকল, চলো এসো প্রান্ত, এদের দু’জনই মরেছে। আর কোনো বাঁধা নেই।
ওএন/এফ
- 5Shares
5