ছেলে অংক পরীক্ষার নম্বর জেনে স্কুল থেকে বাড়ি ফিরল। ছেলে ফেরার অপেক্ষায় থাকা মা অধীর আগ্রহে জিজ্ঞেস করলেন- কত পেয়েছিস?
ছেলে জবাব দিল- মাত্র একের জন্য একশ পাইনি।
মা উচ্ছ্বাসিত গলায় বললেন- তাই নাকি, নিরানব্বই পেয়েছিস?
ছেলে : না, দুটো শূন্য পেয়েছি।
……………………………………….
ব্যবসার কাজে বাইরে এসে বউয়ের জন্য মনটা কেমন করতেই জামান সাহেব হোটেলের ফোনটা তুলে অপারেটরকে নম্বরটা দিতে বললেন। ফোন ধরল বাড়ির কাজের লোক।
: তোর বেগম সাহেবকে ফোনটা দে।
: তিনি তো এখন শোবার ঘরে অন্য একজনের সঙ্গে শুয়ে আছেন।
: কী বললি, অন্য লোকের সঙ্গে! শোন, আমার বসার ঘরের ড্রয়ারে একটা রিভলবার আছে। ওটা দিয়ে এক্ষুণি দুটোকে শেষ কর দে।
: মাফ করবেন, আমি পারবো না স্যার।
: তাহলে কিন্তু আমি এখনই বাড়ি আসবো। ও দুটোকে তো শেষ করবোই, সঙ্গে তোকেও শেষ করে দেবো।
: ঠিক আছে, যাচ্ছি স্যার।
কিছুক্ষণ পর ওপাশ থেকে বললো, কাজ শেষ স্যার।
: দুটোকেই মেরেছিস?
আরও পড়ুন : প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
: জ্বি স্যার, রিভলবারটা সুইমিংপুলে ফেলে দিয়েছি।
: সুইমিংপুল! সুইমিংপুল এলো কোত্থেকে! হ্যালো, এটা কি 9123654।
: সরি, রং নাম্বার।
………………………………………………….
কেরানি পদপ্রার্থীর জন্য দরখাস্তকারী এক যুবককে প্রশ্ন করলেন চাকরিদাতা- পৃথিবী হতে সূর্যের দূরত্ব কতো?
যুবকটি তৎক্ষনাৎ জবাব দিলো- এর উত্তর সঠিক বলতে পারছি না। তবে এটা ঠিক সূর্য আমার এত কাছে নেই যে এসে এই প্রশ্নের উত্তর না দেয়ার জন্যে আমার মতো সামান্য এক কেরানির কাছে কৈফিয়ৎ চাইবে।
………………………………………………………
: গতকাল তোর সাথে মার্কেটে যে মোটা কালো মেয়েটাকে দেখলাম ওটা কে রে?
: বলতে পারি যদি আমার স্ত্রীকে না বলিস।
: তোর স্ত্রীকে বলবো মানে! তার সাথে তো আমার পরিচয় নেই।
: সে-ই তো আমার স্ত্রী
………………………………………..
দুই বান্ধবী জমিয়ে আড্ডা দিচ্ছে। তাদের আড্ডার বিষয় ছেলে। তাও নানান বিশ্রি কথা। এক পর্যায়ে এক বান্ধবী আরেক বান্ধবীকে জিজ্ঞেস করল- দুটি ছেলে একসাথে কী নিয়ে গল্প করে?
: কেন আমরা যা নিয়ে করি?
: ছি! ছেলেরা এতো খারাপ!
ওএন/জি
- 11Shares
11