বৃত্তশালী এক কৃপণ বৃদ্ধ সুন্দরী এক তরুণীকে বিয়ে করে বুঝতে পারলো স্ত্রীর খরচের হাত খুবই লম্বা। সঞ্চয়ে উৎসাহী করার জন্য বৃদ্ধ একদিন একটা ছোট বাক্স স্ত্রীকে উপহার হিসেবে দিয়ে বললো- প্রিয়তমা, তুমি যতবার আমাকে চুমু দিতে দেবে ততবার আমি এই বাক্সে ১০০ টাকা করে রাখবো। মাস শেষে বাক্স খুলে যে টাকা পাওয়া যাবে সব তোমার। তুমি ইচ্ছেমতো খরচ করতে পারবে। বলে চাবিটা নিজের হাতে নিয়ে নিলো।
ব্যাপারটা তরুণী স্ত্রীর খুবই ভালো লাগলো। সে রাজি হয়ে গেলো। বৃদ্ধও চুমুর বিনিময়ে ঘনঘন টাকা ফেলতে লাগলো বাক্সে। এভাবে দিন গড়িয়ে মাস।
মাস শেষে বাক্স খোলা হলো। দেখা গেলো শুধু ১০০ টাকা নয় ৫০০ টাকার নোটও আছে বাক্সে।
বৃদ্ধ বিস্মিত হয়ে জানতে চাইলে স্ত্রী বললো- সবাই তো আর তোমার মতো কিপটে নয়।
…………………….
আরও পড়ুন : বত্রিশ পাটি দাঁত চৌষট্টি হলো কেমনে?
সোমা : না, এর একটা বিহিত করতেই হবে।
ঝুমা : কেন কী হয়েছে?
সোমা : গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমার স্বামী একজন অভিনেত্রীকে চুমু খাচ্ছে।
ঝুমা : ব্যাপারটা তো ঘটেছে তোর স্বপ্নের মধ্যে।
সোমা : আমার স্বপ্নের মধ্যেই যদি ও চুমু খেতে পারে তাহলে দেখ ওর স্বপ্নের মধ্যে কী না করে বেড়াচ্ছে।
………………………………
তারা তিন বন্ধু। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং রাজনীতিবিদ। একসাথে গেছেন গ্রামে বেড়াতে। সন্ধ্যার সময় পথ হারিয়ে তার এক চাষির বাড়িতে উঠলেন। চাষী জানাল- তার ঘরে জায়গা আছে মাত্র দু’জনের। একজনকে পাঠার ঘরে থাকতে হবে।
ডাক্তার বললেন- কোনও অসুবিধা নাই, আমি থাকবো পাঠার ঘরে।
কিন্তু ডাক্তার পাঠার গন্ধ সহ্য করতে না পেরে দশ মিনিট পর বেরিয়ে এলেন।
ইঞ্জিনিয়ার বললেন- ঠিক আছে আমি যাচ্ছি। আমি থাকতে পারবো। কিন্তু ইঞ্জিনিয়ারও বের হয়ে এলেন বিশ মিনিটের মধ্যেই।
রাজনীতিবিদ গেলেন সবার শেষে। তিনি আর বের হলেন না। আধঘণ্টা পর পাঠাটাই বের হয়ে এলেন।
………………………………………
শিক্ষক : একি রানা, তোমার কষা অংকে দেখছি ছেলের বয়স বাবার চেয়েও বেশি হয়েছে।
ছাত্র : হতে পারে স্যার। ওতো আসল ছেলে নয়, অংকে ছেলে।
ওএন/এফ
- 18Shares
18